বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন

কোটিবাড়ি নদীতে সাত নৌকার প্রতিযোগিতা, প্রথম পুরস্কার গরু

online desk / ৩১ Time View
Update : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২৫ পূর্বাহ্ন

এক সময় গ্রাম বাংলার মানুষের অন্যতম বিনোদন ছিল নৌকা বাইচ। কালের আবর্তে হারিয়ে যাওয়া সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকরা ইউনিয়নের দৌলতপুর গ্রামে আয়োজন করা হলো নৌকা বাইচ প্রতিযোগিতা।

মঙ্গলবার বিকেলে কোটিবাড়ি নদীতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নেয় ৭টি নৌকা। ঢাক-ঢোল, বৈঠার টান আর দর্শনার্থীদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

প্রতিযোগিতায় টঙ্গিরঘাট এলাকার কালা মিয়ার নৌকা চ্যাম্পিয়ন হয়, আর আফছর মিয়ার নৌকা রানার্সআপ হয়। বিজয়ী দলকে প্রথম পুরস্কার হিসেবে একটি গরু এবং রানার্সআপ দলকে একটি ছাগল দেওয়া হয়।

স্থানীয়রা জানান, অতীতে জেলার বানিয়াচং, খালিয়াজুড়ি, আজমিরীগঞ্জসহ হাওরাঞ্চলের গ্রামে নিয়মিত নৌকা বাইচ অনুষ্ঠিত হতো। এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে উৎসবের আবহ সৃষ্টি হতো।

আয়োজক কমিটির সভাপতি ডা. নুরুল ইসলাম বলেন, গ্রাম বাংলার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনা এবং যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এই আয়োজন করা হয়েছে। এতে তরুণ প্রজন্মও গ্রামীণ সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com