বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন

কাভার্ডভ্যানের নিচে প্রাইভেটকার, বাবা-মেয়ে নিহত

online desk / ৩৯ Time View
Update : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪৯ পূর্বাহ্ন

মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের নিচে ঢুকে পড়ে প্রাইভেটকার। এতে ঘটনাস্থলে বাবা-মেয়ে নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও চারজন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঠাকুরদীঘি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ এসে আহত এবং নিহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।

নিহতরা হলেন গোলাম সরওয়ার (৪২) ও তার তিন বছরের কন্যা শিশু মুসকান।

আহতরা হলেন নিহত গোলাম সরওয়ারের স্ত্রী উম্মে সালমা (৩২), ছেলে আহমেদ ইমতিয়াজ (৯), স্বজন সাগর (৩০) ও গাড়িচালক গিয়াস উদ্দিন (৩০)। সাগর ও গিয়াস উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহত এবং আহতরা সবাই রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর এলাকার বাসিন্দা।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে নিহত গোলাম সরওয়ার পরিবার নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ঘুরতে বেরিয়েছিলেন। তারা চট্টগ্রামের ফয়’স লেক ও কক্সবাজার যাওয়ার কথা ছিল। পথে মিরসরাইয়ের ঠাকুরদীঘি এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন বলেন, ‘শুক্রবার সকালে চট্টগ্রামমুখী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ঠাকুরদীঘি এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থল বাবা-মেয়ে নিহত এবং চারজন আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com