বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন

২৫ বছর ইমামতির পর রাজকীয় বিদায়

Online desk / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৯ পূর্বাহ্ন

শরীয়তপুরের গোসাইরহাটে ২৫ বছর ইমামতি করার পর এক ইমামকে ফুলে সজ্জিত ঘোড়ার গাড়িতে রাজকীয়ভাবে বিদায় দেওয়া হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নলমুড়ি ইউনিয়নের হাটুরিয়া উত্তর বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুছ ছালাম আজাদকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মসজিদ কমিটির পক্ষ থেকে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

এ সময় মসজিদ কমিটির পক্ষ থেকে তাকে নগদ ২ লাখ ৩ হাজার টাকা, পাঞ্জাবি, টুপি, জায়নামাজসহ উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

৭০ বছর বয়সী ইমাম মাওলানা আব্দুছ ছালাম আজাদ গোসাইরহাট উপজেলার বাসিন্দা। তিনি ২০০০ সাল থেকে টানা ২৫ বছর ইমামতির দায়িত্ব পালন করেন। বার্ধক্যজনিত স্বেচ্ছায় অবসরগ্রহণ করলে এলাকাবাসী ও মসজিদ কমিটি এই ব্যতিক্রমধর্মী বিদায় আয়োজন করে।

উত্তর হাটুরিয়া জামে মসজিদের আহ্বায়ক কমিটির সদস্য আনিছুর রহমান সিকদার বলেন, ‘ইমাম সাহেব শুধু ইমামতি করেননি, তিনি আমাদেরকে জীবনের নানা দিকনির্দেশনা দিয়েছেন। সমাজের মানুষ যেন দিনের পথে আসে সে কাজ করেছেন। তার দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা এমন সম্মাননা দিয়েছি।’

আবেগী কণ্ঠে ইমাম হজরত মাওলানা আব্দুছ ছালাম আজাদ বলেন, ‘জীবনের বড় একটি অংশ এ মসজিদে আর গ্রামের মানুষের সঙ্গে কেটেছে। আমি সারা জীবন দিনের খেদমতে নিয়োজিত ছিলাম। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। তিনি আমাকে এমন সম্মান দিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com