বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন

নারীর উন্নয়ন পশ্চাৎপদ রেখে উন্নয়ন হতে পারে না : রুবেল

Online desk / ২০ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১:০০ অপরাহ্ন

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেছেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। তারা সমাজের উন্নয়নে অংশগ্রহণের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা পাবে। নারীর উন্নয়ন পশ্চাৎপদ রেখে উন্নয়ন হতে পারে না।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারে অনুষ্ঠিত আলোচনা সভা ও কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।

রুবেল বলেন, আমরা সবাই ধানের শীষের কর্মী। আর এই ধানের শীষকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সঙ্গে এক হয়ে দলের জন্য কাজ করতে চাই। আপনারা আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ। তবে, আপনাদের দলের জন্য এগিয়ে আসতে হবে।

ঝিনাইগাতী উপজেলা মহিলা দলের সভাপতি জেবুন নেছা হক কোহিনুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোছা. জেসমিন আক্তারের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- ঝিনাইগাতী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহজাহান আকন্দ, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ।

সভাপতির বক্তব্যে জেবুন নেছা হক কোহিনুর বলেন, জুলাই আন্দোলনে মহিলা দলের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ ছিল। হাসিনার পতন আন্দোলনে এমন কোনো দিন ছিল না, যেদিন মহিলা দলের কর্মীরা মাঠে উপস্থিত ছিলেন না। আগামীতে নির্বাচন বা দেশের যে কোনো প্রয়োজনে ভূমিকা রাখতে মহিলা দল প্রস্তুত রয়েছে।

আলোচনা সভা ও কর্মী সমাবেশে উপজেলার ৭টি ইউনিয়নের মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় তৃণমূলের নেতাকর্মীরা তাদের সমস্যা তুলে ধরেন। পরে প্রধান অতিথিসহ অন্য নেতারা সমস্যা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com