বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন

নিলামের দুই কনটেইনার গায়েব, অতঃপর…

Online desk / ২১ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১:১৪ অপরাহ্ন

চট্টগ্রাম বন্দর থেকে নিলামে কেনা দেড় কোটি টাকার কাপড়সহ দুটি কনটেইনার উধাওয়ের ঘটনায় তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুদকের একটি দল বন্দরের চেয়ারম্যান, কাস্টম হাউসের কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন

দুদক সূত্র জানায়, গত ফেব্রুয়ারিতে চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম থেকে প্রায় ২৭ টন কাপড় ৮৫ লাখ টাকায় কেনেন শাহ আমানত ট্রেডিংয়ের মালিক সেলিম রেজা। নিলামের আগে বন্দরের ইয়ার্ডে কনটেইনারের পণ্যও পরিদর্শন করেছিলেন তিনি। পরে মূল্য, শুল্ককর ও চার্জ মিলিয়ে এক কোটি ৭ লাখ টাকা পরিশোধ করেন।

কিন্তু ২৬ ফেব্রুয়ারি ট্রাক নিয়ে বন্দরের ইয়ার্ডে গেলে দিনভর খোঁজাখুঁজির পর তাকে জানানো হয় কনটেইনারটি নেই। এ ঘটনায় প্রতিষ্ঠানটি কাস্টম হাউসের কমিশনার বরাবর ৩টি চিঠি দিয়েছে। সাত মাস ধরে তাদের কোটি টাকা আটকে আছে।

একই ধরনের অভিযোগ তুলেছেন বিডার ইয়াকুব চৌধুরীর পার্টনার তপন সিংহ। তিনি অন্য এক নিলাম থেকে কাপড়ের কনটেইনার খালাস করতে গেলে সেটিরও খোঁজ মেলেনি। ৩৫ লাখ ৫১ হাজার টাকা দর হাঁকার পর তিনি ৪২ লাখ টাকা জমা দিয়েছিলেন কাস্টম হাউসে।

দুদকের সহকারী কমিশনার সৈয়দ ইমরান বলেন, দুজন বিডার নিলামে পণ্য কিনেছেন। কেনার আগে ইয়ার্ডে পণ্য দেখে এসেছেন। সব চার্জ পরিশোধ করে ডেলিভারির জন্য গেলে জানানো হয় কনটেইনারগুলো নেই। এরপর তারা বন্দর ও কাস্টমসে আবেদন করেছেন। তারা এখনো পণ্য বা টাকা ফেরত পাননি। বিষয়টি খতিয়ে দেখতে এসেছি।

তিনি আরও বলেন, এটি স্বাভাবিক কোনো বিষয় নয়। গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বন্দর একটি তদন্ত কমিটি গঠন করেছে, যার প্রধান পরিচালক (নিরাপত্তা)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com