৩. ১২ অক্টোবর সারা দেশে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান
এ ছাড়া আগামী ১৫-৩০ অক্টোবর খেলাফত মজলিস সারা দেশে সংসদীয় আসন ভিত্তিক পক্ষকালব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করা হবে।
জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কারের জন্য ঘোষিত শান্তিপূর্ণ এ কর্মসূচি বাস্তবায়নে দল-মত নির্বিশেষে দেশবাসীকে উদাত্ত আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, কেন্দ্রীয় নেতা সাখাওয়াত হোসাইন, জাহাঙ্গীর হোসাইন, আব্দুল জলিল, মুনতাসির আলী, সিরাজুল মামুন, ড. মুস্তাফিজুর রহমান ফয়সল, প্রকৌশলী আব্দুল হাফিজ খসরুসহ এমপি প্রার্থী ও অন্য নেতারা উপস্থিত ছিলেন।