মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১১:১৪ অপরাহ্ন

নিখোঁজ মাদ্রাসাছাত্র হামদুল্লাহ রাইয়ানের সন্ধান চায় পরিবার

Online desk / ৮ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৯:৪৩ পূর্বাহ্ন

প্রায় দুই সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন রাজধানীর মগবাজারের দিলুরোড মাদ্রাসার মিশকাত জামাতের মেধাবী ছাত্র হামদুল্লাহ রাইয়ান (১৯) । গত ২০ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১২টার দিকে তিনি নিখোঁজ হন বলে জানিয়েছে পরিবার। এরপর সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি তারা। এ ঘটনায় চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন রাইয়ানের পরিবার ও শুভাকাঙ্ক্ষিরা।

হামদুল্লাহ রাইয়ানের বাবা মুফতি মোহাম্মাদুল্লাহ সাদেকি বলেন, আমার ছেলে দিলুরোড মাদ্রাসার মেধাবী ছাত্র হামদুল্লাহ রাইয়ান। ২০২২ সাল থেকে কিছুটা মানসিক অসুস্থতায় ভুগছে। গত ২০ সেপ্টেম্বর আনুমানিক দুপুর ১২টার দিকে নিখোঁজ হয় সে। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়ে তার কোনো সন্ধান পাইনি। এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি সাধারণ জিডি করে।

পরিবার জানায়, নিখোঁজ হওয়ার সময় রাইয়ানের কাছে কোনো মোবাইল ফোন বা ট্র্যাকিং ডিভাইস ছিল না, ফলে অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

রাইয়ানের সংক্ষিপ্ত বিবরণ দিতে গিয়ে তার বাবা জানান, তার বয়স ১৯ বছর। উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি। গায়ের রং উজ্জ্বল শ্যামলা। পরনে ছিল খয়েরি রঙের পাঞ্জাবি ও পায়জামা। সে দিলুরোড মাদ্রাসার মিশকাত জামাতে পড়াশোনা করত।

ছেলের সন্ধান পেতে দেশবাসীর সহযোগিতা কামনা করে তিনি আরও বলেন, রাইয়ানের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য দেশবাসীর কাছে আন্তরিক সহযোগিতা কামনা করছি। পরিচিতজন, সহপাঠী ও সব শুভাকাঙ্ক্ষীর সামাজিক মাধ্যমে তথ্য শেয়ার করার পাশাপাশি খোঁজে সহায়তা করার অনুরোধও জানান তিনি।

যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান বা কোনো তথ্য পান, তবে দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

মুফতি মোহাম্মাদুল্লাহ সাদেকি (বাবা) : +৮৮০১৯৩৭০৪০৪২৪

মুফতি শহিদুল্লাহ মাহবুবি (চাচা) : ০১৬২৩৭৮৬৪২৩।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com